পাইকগাছায় ইউএনও’র করোনাকালীন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা

0
203

পাইকগাছা প্রতিনিধি:
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উপলক্ষে পাইকগাছায় খ্রিস্টান সম্প্রদায়ের সাথে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা, করোনাকালীন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা ও প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সভায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বড়দিন উপলক্ষে উপজেলার ৪০টি খ্রিস্টান চার্চের অনুকূলে ৮ লাখ ৯৫ হাজার ৩ শত ২০টাকা বিতরণ করা হয়। প্রাপ্ত অনুদান দিয়ে চার্চ বা গীর্জা বা উপাসনালয় বা কবরস্থান বা ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত, সংস্কার ও উন্নয়নে ব্যয় করা হবে। এছাড়া কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বড়দিনের উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার ও বিজয় দিবসে সকল শহীদদের আত্মার শান্তি কামরা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন পাইকগাছা উপজেলা শাখার আহ্বায়ক ডেভিড সুকুমার মন্ডল, সদস্য সচিব তৃপ্তিরঞ্জন দাশ, সদস্য মাধরী সরকার, নমিতা সরকার,গোপাল সরকার, আগষ্টিন সরকার, আন্দ্রিয় ডি রোজারিও, মৃনাল বাড়ৈ সহ সকল চার্চের নেতৃবিন্দ। সবাইকে শুভ বড় দিনের শুভেচ্ছা, করোনাকালীন স্বাস্থ্যবিধি মানা এবং যীশুখ্রিস্টের নীতি আর্দশ, প্রেম মেনে চলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।