পাইকগাছায় আলেয়া হত্যাকান্ড ভিন্নখাতে নিতে অপতৎপরতার অভিযোগে সংবাদ সম্মেলন

0
271

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আলেয়া হত্যাকান্ড ভিন্নখাতে নিতে একটি কুচক্রীমহল অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শ্রীকন্ঠপুরের বাসিন্দা আ’লীগনেতা আরশাদ আলী বিশ্বাসের স্ত্রী নাজমা বেগম ও আমান সরদারের স্ত্রী কাকলী বেগম। লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা শাহজাহান গাজীর স্ত্রী আলেয়া বেগম (৪৫) কে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে। যা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এ বিষয়ে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে। নাজমা বেগম ও কাকলী বেগম এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের প্রত্যাশা করে অভিযোগ করেন, আমাদের পরিবারের সাথে নিহত আলেয়ার ছেলে আলমগীর ও ভাই ইউনুসের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। এ হত্যাকান্ডকে কেন্দ্র করে এবং আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রভাবশালী একটি মহল আমাদের স্বামীদের ভাবমুর্তি নষ্ট করতে এ হত্যাকান্ডে জড়ানোর চেষ্টা করছে। আমাদের পরিবারের ভাব-মুর্তি নষ্ট করার জন্য ইতোপূর্বে আলেয়ার ছেলে আলমগীর গাজী সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ এনেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগনেতা শংকর দেবনাথ, প্রাণকৃষ্ণ দাশ, অসীম কুমার দাশ, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, অশোক অধিকারী, আরশাদ আলী বিশ্বাসের পরিবারের কাকলী খাতুন, নাজমা খাতুন, আঁখি, রেশমা, মুক্তা, নাহার, আমানের পিতা হাশেম সরদার ও মা মরিয়ম বিবি। থানাপুলিশ জানিয়েছেন, স্পর্শকাতর একটি হত্যা মামলার তদন্ত চলাকালে একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি অভিযোগ কাম্য নয় বলে জানিয়েছেন।