পাইকগাছায় আদালতে জালিয়াতি মামলায় আটক রঘুনাথের রিমান্ড শুনানী হয়নি

0
396

অমল কৃষ্ণ মন্ডল, পাইকগাছা (খুলনা):
পাইকগাছায় জালিয়াতির মামলায় সিআইডির হাতে আটক সন্দিগ্ধ আসামী রুঘুনাথ হালদারের ধার্য্য তারিখে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়নি। সূত্র জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর মোঃ হায়াত আলী সড়ক পথে আসার সময় দুর্ঘটনায় আহত হলে গতকাল রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়নি তবে আগামী মঙ্গলবার শুনানী হবে বলে আদালতের সিএসআই ওসমান গণি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ১৪ জুলাই বিকেলে সিআইডি ইন্সপেক্টর রঘুনাথ হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। এ মামলার জামিনপ্রাপ্ত সোলাদানার লাল চাঁদ সানা ও সন্দিগ্ধ রঘুনাথ হালদারকে আটক করে ভয়-ভীতি দেখিয়ে অর্থ দাবী ও মারপিটের অভিযোগ এনে লাল চাঁদের পুত্র দেবাশীষ পাইকগাছা প্রেসক্লাবে মামলার বাদী উত্তম কুমার ঢালীকে জড়িয়ে ইন্সপেক্টর হায়াত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর মামলার বাদী নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জানা গেছে, খড়িয়া ঢেমসাখালী মৌজায় বিভিন্ন দাগ খতিয়ানে কৃষি ও ভিটে বাড়ী সহ মোট ১.৯১ একর জমি সহকারী সেটেলমেন্ট অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে জাল-জালিয়াতির মাধ্যমে পর্চা ও খতিয়ান সৃজনের অভিযোগ এনে খড়িয়া লেবুবুনিয়া চকের মৃত বিনোদ ঢালীর ছেলে উত্তম কুমার ঢালী বাদী হয়ে স্থানীয় বিপুল মন্ডল (পরে মৃত), প্রহলাদ মন্ডল পরিবার সহ সোলাদানার লাল চাঁদ সানা সহ কয়েকজনের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ইং- ২২/০৫/২০১৮ তারিখে সি,আর ২৪৩/১৮ নং মামলা দায়ের করে। এ মামলায় আদালত প্রথমে থানাপুলিশ ও পিবিআই দু’দফা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে বাদী সন্তোষ্ট না হয়ে পুনঃ তদন্তের জন্য নারাজীর আবেদন করলে বিজ্ঞ আদালত পুনঃতদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তর করেন। এ ঘটনা সম্পর্কে মামলার বাদী উত্তম কুমার ঢালী উল্লেখিত আসামীদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা মোকদ্দমার কথা উল্লেখ করে জানান, এ মামলার আসামীরা যোগসাজসে সেটেলমেন্ট কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে পর্চা খতিয়ান সৃজন করেন আমার পরিবারের সম্পত্তি আত্মসাতের চেষ্টা করলে আমি আদালতে মামলা করি। এছাড়া আসামীদের বিরুদ্ধে খড়িয়া রাধাকৃষ্ণ জিউ মন্দিরের জমি সহ ভাইদের ফাঁকি দিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগও রয়েছে। সিআইডি ইন্সপেক্টর হায়াত আলীর রিমান্ড আবেদনে উল্লেখিত মামলা সহ আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জাল-জালিয়াতির প্রতারণার মামলার কথা উল্লেখ করে আসামী পক্ষের অভিযোগ অস্বীকার করেন।