পরিবেশ মন্ত্রীর সঙ্গে জাইকা’র চিফ রিপ্রেজেনটেটিভের দ্বিপাক্ষিক সভা

0
287

খুলনাটাইমস ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)’র চিফ রিপ্রেজেনটেটিভ হিরাতা হিতোশির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, তথ্য সংগ্রহ, স্থানীয় পর্যায়ে গবেষণাগার প্রতিষ্ঠা, নতুন প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন নতুন প্রকল্পে জাইকার সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান, অতিরিক্ত সচিব ড. মোঃ বিল¬াল হোসেন, ড. এস. এম. মনজুরুল হান্নান, ড. আলমগীর মুহম্মদ মনসুরউল আলম ও মিজানুল হক চৌধুরী এবং জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ কোজি মিতোমোরিসহ জাইকার উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মাণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে জাইকা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ বলেন, টেকসই উন্নয়নে সকল ক্ষেত্রেই জাইকা অগ্রাধিকার ভিত্তিতে সহোগিতা করবে। ডেল্টা প্ল¬ান গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ডেল্টা প্ল¬ান বাস্তবায়নেও জাইকার সহযোগিতা অব্যাহত থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জাইকা’র চিফ রিপ্রেজেনটেটিভকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকল ধরনের দূষণ রোধ এবং পরিস্কার ও সবুজ বাংলাদেশ করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। এক্ষেত্রে রাসায়নিক দূষণ নিয়ন্ত্রণ, ট্যানারি বর্জ্য ব্যবস্থাপনা, সোলার প্যানেল সরবরাহে জাইকার সহায়তা পেলে বাংলাদেশে দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম আরো জোরদার হবে। মন্ত্রী ভবিষ্যতে এ ধরনের পারস্পরিক আলোচনা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।