এএফএমসি-তে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন নিয়ে এলো ফ্রিডম

0
242

খুলনাটাইমস ডেস্ক : সম্প্রতি ঢাকায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে (এএফএমসি) নারীদের হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন-এর ভেন্ডিং মেশিন নেটওয়ার্ক স্থাপন করেছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ১২ জানুয়ারি অনুষ্ঠিত ফ্রিডম ভেন্ডিং মেশিনের উদে¡াধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “ভেন্ডিং মেশিনের মাধ্যমে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনকে সুলভ এবং সহজলভ্য করা এসিআই কনজ্যুমার ব্র্যান্ড-এর একটি চমৎকার পদক্ষেপ।” এ ধরনের একটি মেশিন আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ফিমেল ডর্মিটরীতে স্থাপনের জন্য তিনি এসিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সৈয়দ আলমগীর বলেন, “বাংলাদেশের নারীদের স্বাস্থ্যসুরক্ষার ব্যাপারে দীর্ঘদিন ধরে কাজ করছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। এই ভেন্ডিং মেশিন নেটওয়ার্কের মাধ্যমে ফ্রিডম আরো সুলভে এবং সহজলভ্যভাবে নারীদের পাশে থাকতে পারবে।” উচ্চ গুণগতমানের কারণে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন অনেকদিন ধরেই এদেশের নারীদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড। পিরিয়ডকালীন সময়ে স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে নারীদের সচেতন করার উদ্দ্যেশে ফ্রিডম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গার্মেন্টস-এ নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন পেশা-বয়সের নারীদের পছন্দ অনুযায়ী ফ্রিডমের রয়েছে নানা ভ্যারিয়েন্টের প্রোডাক্ট। ‘তোমাকে রিয়েলি বোঝে’ এই স্লোগানকে ধারণ করেই ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন বাংলাদেশের নারীদের জন্য উচ্চমানসস্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ধারাবাহিকতা বজায় রাখবে।