নেতৃবৃন্দের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী সিপিবি নেতৃবৃন্দের

0
162

খবর বিজ্ঞপ্তি:
বাম গণতান্ত্রিক জোট আহুত গত ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে ফুলতলা আটরা ইষ্টার্ণ জুট মিল গেটের সামনে খুলনা-যশোর রোডে রাজপথ অবরোধ ও সমাবেশ অনুষ্ঠান চলাকালে পুলিশ অতর্কিত বর্বরোচিত হামলা চালিয়ে অবরোধ প- করার এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক শ্রমিকনেতা অলিয়ার রহমান, যুব ইউনিয়ন নেতা রবিউল ইসলাম রবি, ইষ্টার্ণ গেট বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলাম সরু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, সাবেক ওয়ার্ড কমিশনার ও শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, আবুল হোসেন, মোঃ নওশের আলী, জাহাঙ্গীর সরদার, ফারুক হোসেন, শাহিদুল ইসলামসহ সকল নেতৃবৃন্দকে গ্রেফতারে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগরীর সদর থানা সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার, খানজাহান আলী থানা সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।