নিউক্যাসেলকে বিধ্বস্ত করে নিজেদের অবস্থান প্রমান করলো আর্সেনাল

0
249

খুলনাটাইমস স্পোর্টস : নিউক্যাসেলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার জন্য নিজেদের অবস্থানের আরেকবার জানান দিল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে কাল গোলগুলো করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং, নিকোলাস পেপে, মেসুত ওজিল ও আলেক্সান্দ্রে লাকাজেত্তে। মিকেল আর্তেতার অধীনে গানার্সরা এই নিয়ে লিগে দ্বিতীয় জয় তুলে নিল। এই জয়ে আর্সেনাল ১০ম স্থানে থাকলেও পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের থেকে মাত্র ৬ পয়েন্ট পিছিয়ে আছে। দুই বছরের জন্য ইউরোপীয়ান সব ধরনের প্রতিযোগিতায় দুই বছরের জন্য ম্যানচেস্টার সিটির নিষিদ্ধ হবার অর্থ হচ্ছে পঞ্চম স্থানে থাকতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের অবস্থান নিশ্চিত হবে। তবে ইংলিশ চ্যাম্পিয়নদের সামনে এখনো সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে আপীলের সুযোগ আছে। গত ডিসেম্বরে এমিরেটসে যোগ দিয়েছিলেন আর্তেতা। সাবেক ক্লাব সিটির যদি শেষ পর্যন্ত শাস্তি বহাল থাকে তবে আর্তেতা সুবিধা পেতে পারেন। গতকাল ঘরের মাঠে প্রথমার্ধ গোলশুণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য চেহারার এক আর্সেনালকে দেখা গেছে। উভয় দলই ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় ধাপে অবস্থান করে ম্যাচ শুরু করেছিল। ৫৪ মিনিটে নিকোলাস পেপের ক্রস থেকে অবামেয়াং প্রথম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। আর্তেতা দায়িত্ব নেবার পর থেকে বুকায়ো সাকাকে লেফট-ব্যাক পজিশনে নিয়ে আসেন যেখানে তিনি কালও সফল ছিলেন। আর্সেনালের কোন খেলোয়ারই এবারের মৌসুমে এই ১৮ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডারের থেকে বেশী গোলের সুযোগ সৃষ্টি করে দিতে পারেনি। কালও সাকার সহায়তায় ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পেপে। এবারের মৌসুমে ২৬টি লিগ ম্যাচে নিউক্যাসেল সব মিলিয়ে গোল করেছে মাত্র ২৪টি। তাদের এই গোলখরা কালকের ম্যাচেও বহাল ছিল। ৮৫ মিনিটে নেকিটিয়ার পরিবর্তে মাঠে নেমেই লাকাজেত্তে নিজেকে প্রমানে ব্যস্ত হয়ে উঠেন। তার ক্রসেই ৯০ মিনিটে ওজিল আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ডান পায়ের জোড়ালো শটে আর্সেনালকে বড় জয় উপহার দেন এই ফ্রেঞ্চ এ্যাটাকার। এর মাধ্যমে নয় ম্যাচ পর গোলখরা কাটালেন লাকাজেত্তে।