নারীর গল্প নিয়ে চয়নিকার দুই নাটক

0
339

খুলনাটাইমস বিনোদন : বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। নারী দিবস উপলক্ষে গত কয়েক বছর ধরে ‘প্রেরণায় নারীর গল্প’ বিষয়বস্তু নিয়ে তিনটি নাটক প্রচার করে। আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে এবারো এ আয়োজন করেছে চ্যানেলটি। প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় অনেক নারীকে। সেসব নারীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে তিনটি নাটক। তিন নাটকের একটি ‘শেষ বিকেলের আলো’। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। খালেদা আহমেদ বেগমের গল্প অবলম্বনে সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ফারিয়া হোসেন। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑনুসরাত ইমরোজ তিশা, তমালিকা চৌধুরী, মিলি বাসার, রওনক হাসান প্রমুখ। আগামী ৮ মার্চ রাত ৯টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে এ নাটক। এ ছাড়া নারী দিবস উপলক্ষে আরো একটি নাটক নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। ‘মোমের পুতুল’ নামে নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে অভিনয় করেছেনÑনুসরাত ইমরোজ তিশা, এফ. এস. নাঈম, মিলি বাসার প্রমুখ। আগামী ৬ মার্চ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে এটি। চয়নিকা চৌধুরী বলেন, ‘নারী কেন্দ্রিক গল্প নিয়ে নির্মাণ করেছি এ দুটি নাটক। এসব নাটকের শিল্পীরা সবাই খুব প্রফেশনাল। তারা তাদের সেরাটাই দিয়ে কাজ করেছেন। প্রত্যেকের সহযোগিতায় ভালো কিছু হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে