নগর যুবলীগ আহবায়ক পলাশের পক্ষে ফুটপথ ব্যবসায়ীদের মাঝে চাল বিতরণ

0
448

নিজস্ব প্রতিবেদক:
নগরীর নিউমার্কেটের ফুটপথ ব্যবসায়ীদের মাঝে চাল বিতরণ করা হয়। মহানগর যুবলীগ আহবায়ক সফিকুর রহমান পলাশের অর্থায়নে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সকল ফুটপথ ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরণ করেন মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি শেখ সাকিব। ২৫ কেজির ১ বস্তা করে চাল ২০ জন ফুটপথ ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পৌছে দেওয়া হয়।
বিতরণ শেষে মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি শেখ সাকিব বলেন, দিন দিন করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। যার প্রভাব খুলনাতেও পরেছে। এখন খুলনা বিভাগে সংক্রমণের ৯০ শতাংশই মহানগরীতে। তাই নিরুপায় হয়ে সংক্রমণ ঠেকাতে খুলনা জেলা প্রশাসন কর্তৃক খুলনায় ২য় পর্যায়ে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েছেন। বিশেষ করে ফুটপথ ব্যবসায়ীরা, যারা একদিন ব্যবসা-বানিজ্য না করলে হাড়িতে চাল ওঠেনা। আবার কারো নিকট চাইতেও পারেনা। তাই তাদের দুঃখ, দুর্দশার কথা চিন্তা করে নগর যুবলীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ এ চাল উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেন এবং তারই সহযোগিতায় আজ (বৃহস্পতিবার) চাল বিতরণ করা হয়। এসময় তিনি আরও বলেন, যতদিন এ মহামারি মানুষকে কর্মহীন করে রাখবে, ততোদিনই খুলনা মহানগর যুবলীগ, ছাত্রলীগ তাদের স্বাধ্যমতো এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাল্লাহ!
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আহসান, শাহজাহান, সেতু, নাজমুল, নাঈম, হৃদয় প্রমুখ।