নগরীর জিএমসিএইচে ফ্রি মেডিকেল ক্যাম্প

0
528

প্রতি সপ্তাহের ন্যায় বুধবার (২৯ নভেম্বর) সাধারণ ও স¦ল্প আয়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছে গাজী মেডিকেল কলেজ হাসাপাতালে (জিএমসিএইচ)। সম্পূর্ণ বিনামূল্যে এ ক্যাম্পের মাধ্যমে মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারছেন।

রোটারী ক্লাব অব খুলনা মহানগরের সহযোগীতায় বুধবার (২৯ নভেম্বর) এ কর্মসূচিতে ১৩৫ জনকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের বর্হিবিভাগে এ সেবাকালীন ১৭জন দুঃস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। সকাল ৯টা-দুপুর ২টা পর্যন্ত সেবা প্রার্থীদের মধ্যে বর্হিবিভাগে শিশু ১০জন, গাইনী ২০জন, মেডিসিন ২৭জন, ডেন্টাল ৬জন, সার্জারি ২জন, অর্থপেডিক্স ১৭জন, চক্ষু ৩৫জন, নাক-কান-গলা ১২, কার্ডিওলোজি ২জন, নিউট্রিশনিস্ট ২ ও জরুরী বিভাগে ৫জন পরামর্শ নেন।

২০১৫ সালের ১ জুলাই থেকে এখান থেকে মোট ৩৭ হাজার ৩৩জন রোগীকে বিনামূল্যে পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া বিনামূল্যে ওষুধ পেয়েছেন ৩ হাজার ২২১জন। হাসপাতালের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বর্তমানে এ হাসপাতাল থেকে সাধারণ রোগীরা মাত্র ১০টাকায় স্বাস্থ্য পরামর্শ ও চেকআপ করাতে পারছেন। প্রেস বিজ্ঞপ্তি