নকিয়া ১৩০, ফিচার ফোনে এক চার্জে সপ্তাহ পার

0
1400

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, খুলনাটাইমস:

স্মার্টফোনের আধিক্য বাড়লে ফিচার ফোনের চাহিদা শেষ হয়ে যায়নি। অনেকেই কথা বলা ও বার্তা পাঠানোর জন্য বেছে নেন ফিচার ফোন। কিন্তু ফোন কেনার সময় সিদ্ধান্ত নিতে পারেন না কোনটি কিনবেন? কেননা, বাজারে ফিচার ফোনের সহজলভ্যতা নেই। যারা ফিচার ফোন কিনবেন বলে ঠিক করেছেন তারা নির্দ্বিধায় কিনতে পারেন নকিয়া ১৩০।
এটি একটি ফিচার ফোন। এতে সেই পুরনো নকিয়া ফোনের সব ফিচার রয়েছে। এতে আছে নকিয়ার জনপ্রিয় স্নেক গেম।
ফোনটিতে আছে ১.৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। এটি এস থ্রি প্লাস অপারেটিং সিস্টেম চালিত।
নকিয়া ১৩০ ফোনটিতে ৩ এমবি যুম রয়েছে। রম আছে ৮ এমবি।। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
মিনি সিম কার্ড স্লটের এই ফোনটিতে ভিজিএ ক্যামেরা রয়েছে। ব্যাকআপের জন্য এতে ১০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল দাবি করছে তাদের নতুন এই ফোন এক চার্জে অনায়াসে সপ্তাহ পার হয়ে যাবে।
আন্তর্জাতিক বাজারে ফোনটির মূল্য ২০ ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য ১৬৫৯.৫১ টাকা।

সংবাদটি শেয়ার করুন