নকল প্রসাধনী তৈরীর অভিযোগে নগরীর ব্রাইট কসমেটিকসকে ৫০ হাজার টাকা জরিমানা

0
1155

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সোমবার সকালে নগরীর বাজার ও উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১নং রোডের ১০৯ নম্বর বাড়িতে বিভিন্ন ব্রান্ডের লোগো সংবলিত কসমেটিকস সামগ্রী তৈরী করার অপরাধে ব্রাইট কসমেটিকস-এর মালিক উজ্জ্বল কুমার সাহা’কে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানকালে বিভিন্ন বাজারে পণ্যমূল্য তালিকা প্রদর্শন, খাদ্য দ্রব্য সংরক্ষণের স্থান ও বাজার দর পর্যবেক্ষণ করা হয়।
কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভেটেরিনারী অফিসার ডা. মো: রেজাউল করিম, বাজার সুপার মো: সেলিমুর রহমানসহ স্যানিটারী ইন্সপেক্টরগণ অংশগ্রহণ করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টীম অভিযানে সার্বিক সহযোগিতা করে। পবিত্র মাহে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধকল্পে কেসিসি’র এ অভিযান অব্যাহত থাকবে।