দের দাবী মেনে নিতে আহ্বান বিএনপির

0
271

ফুলবাড়ীগেট প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন পাটকল শ্রমিকরা তাদের বকেয়া পাওনা না পেয়ে দির্ঘ্যদিন মানবেতর জীবন জাপন করছে , খেয়ে না খেয়ে সন্তানদের অভুক্ত রেখে আটরা শিল্পাঞ্চল ও খালিশপুর শ্রমিকদের মাঝে মাঝে ভুখা মিছিল, জীবন বাঁচাতে রাজপথে নামতে হচ্ছে। সাধারণ মানুষের দল হিসেবে বিএনপির হৃদয় কাপে শ্রমিকদের জন্য পূর্বে শ্রমিকরা মাহে রমজানে রাজপথে ইফতার সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সেখানেও বিএনপি শরিক হওয়ার চেষ্টা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারংবার শ্রমিকদের পাশে থাকতে বলেছেন। শ্রমিকদের মজুরী কমিশন সহ ১১ দফা ন্যায্য দাবী মেনে নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকরা ৪থর্ দিনের মত আমরণ অনশনে থাকলেও সরকারের অদ্যবধি সরকার কোন পদক্ষেপ না নেওয়ায় হতবম্ব। শ্রমিকরা বাধ্যহয়ে আজ আমরণ অনশনে বসেছেন। অনেকেই প্রতিকিই কাফনের কাপড় পরে এখানে বসেছেন। শ্রমিকদের বাঁচা মরার সংগ্রাম, এই আমরণ অনশনে খালিশপুরে এক শ্রমিকের মৃত্যু হয়। অনেক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, আমরণ অনশন ক্যাম্পে অনেক শ্রমিকের স্যালাইন চলছে। এর পরেও সরকারের টনক নড়ছে না।
শুক্রবার সন্ধায় আটরা শিল্পাঞ্চলের ইষ্টার্ণ জুট মিলস্ এর সামনে ইষ্টার্ণ ও আলিম শ্রমিকদের অনশন চলাকালে তিনি একথা বলেন। আরো শ্রমিকদের জীবনহানী হওয়ার আগে শ্রমিকদের ১১ দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহহের আহ্বান জানিয়ে তিনি বলেন,খেটে খাওয়া শ্রমিকদের যৌাক্তকদাবী মেনে নিতে হবে সরকারকে। এসময় তার সাথে ছিলেন খানজাহান আলী থানার বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সহ সভাপতি এসএ রহমান বাবুল, থানা বিএপির যুগ্ম সম্পাদক ইনামুল হাসান ডায়মন্ড,আবু সাইদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম শুকুর , সেলিম সরদার, মিনা মুরাদ হোসেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, ফকির রবিউল ইসলাম, মোল্যা আইউব রেহাসেন, হারুনুর রশিদ, মুন্সি আব্দুর রব, সৈয়দ শাহাজান আলী ,শেখ হাসিবুল হাসান, ইমদাদুল হক, মোল্যা সোহাগ হোসেন, মোঃ আরিফ হোসেন, ফকরুল ইসলাম, খয়বার হোসেন,হালিম শেখ, আতাউর, শহিদুল,শাকির আক্তার, আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকা, শরিফুল ইসলাম,লোকমান, মোক্তার বিশ্বাস, আলী আহম্মেদ, খলিলুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মোল্যা সোলায়মান, কামরুল ইসলাম, পলাশ মোল্যা, জাকারিয়া মাহমুদ পিটু, রফিকুল ইসলাম সুজা, আজমল হোসেন, মোসলেম শেখ, ওবায়দুর রহমান চয়ন, মোঃ জনি,বিল্লাল হোসেন, আলামিন হাওলাদার, মাসুম বিল্লাহ, মোঃ ইলিয়াজ, জিয়া, শফিকুল ইসলাম, মীম প্রমুখ।