দেবহাটা পারুলিয়ায় ফাস্ট সিকিউরটিি ইসলামী ব্যাংকরে উপশাখা উদ্বোধন

0
203

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষরার দেবহাটার পারুলয়িায় ফাস্ট সিকিউরটিি ইসলামী ব্যাংকরে উপশাখা উদ্বোধনী অনূষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতবিার বেলা ১১টায় পারুলিয়া  ইছামতি সিনেমা  হল র্মার্কেটে এ উপশাখার উদ্বোধন করা হয়। অনলাইনের মাধ্যমে ফিতা কেটে  উপশাখার উদ্বোধন করেন  ফাস্ট সিকিউরটিি ইসলামী ব্যাংকরে ঢাকা শাখার ব্যবস্থাপক সৈয়দ  ওয়াসকে মোহম্মাদ আলী। পারুলিয়া উপশাখার  উদ্বোধন কালে উপস্থিত  ছিলেন খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রউফ, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান, কালগিঞ্জ শাখার ব্যবস্থাপক আজমল হোসেন , নলতা শাখার ব্যবস্থাপক জিএম  মাসুম, পারুলিয়া  উপশাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান, নলতা শাখার অফিসার সাইফুদ্দীন আল মামুন, জেলা  পরষিদ সদস্য আল ফেরদৌস আলফা, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়ালমহিলা  কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সরকারি কবেএি কলজেরে সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহাসিন প্রমুখ।