দেবহাটায় ভিন্ন আয়োজনে কেটিএ’র ভাষা দিবস পালিত

0
546

দেবহাটা প্রতিনিধি:
মার্তৃভাষার প্রতি অগাধ শ্রদ্ধা জানাতে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এই দিবস উৎযাপন করতে তিনদিন ধরে প্রস্তুতি শেষে মাটির তৈরী শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানায় তারা। কোঁড়া তরুন সমাজ (কে.টি.এস) নামের এই নতুন প্রজন্ম মাটির ওপর কাঁদা দিয়ে তৈরি করা শহীদ মিনারে রং করে তাতে ফুলেল শ্রদ্ধা প্রদান করে। তাদের কমিটির সদস্যদের মধ্যে হুমায়ুন কবির, আবু জাফর, রাজু আহম্মেদ, রাহান, মাসুদ, আব্দুল¬াহ, রহমান, রুহুল আমিন, আরাফাত, রাহুল, ওমর, বাক্কার, মীর সানি, রনি, ইমরান, মাছুম, জাহিদ, মেহেদী, শরিফুল, সাইফুল, নাছিম, নাঈম, নিরব, হেলাল, সাগর, ইউনুস সহ আরো অনেকে। তাদের এ কর্মযজ্ঞেই ফুটে উঠেছে মাতৃভাষার প্রতি তাদের অশেষ প্রেম, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। কোঁড়া পাড়ের পাড়ের মোড়ে তাদের উদ্যোগে নির্মিত শহীদ মিনার ফুল দিয়ে সাজানোর হয়েছে। একুশে ফেব্রুয়ারি ভোর থেকে মাইকে দেশের গান বাজানো হয়। এছাড়া শিশুদের অংশগ্রহণে মোরগ লড়াই, চেয়ার সিটিং, হাড়ি ভাঙা, বল ছোড়াসহ বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়েছে।