যুগান্তরের পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা- গোপালগঞ্জে প্রতিবাদ ও নিন্দার ঝড়

0
449

গোপালগঞ্জ প্রতিনিধি//
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের দূর্নীতির খবর দৈনিক যুগান্তরে প্রকাশিত হওয়ায় পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি এস এম হুমায়ূন কবীরসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়ায় গোপালগঞ্জে সাংবাদিক মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি ফরিদ আহমেদ দাড়িয়া, সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, রিপোটার্স ফোরামের সভাপতি খন্দকার এহিয়া খালেদ সাদী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল ফাত্তাহ সজু, প্রেস ক্লাব, কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু, সাধারন সম্পাদক মেহেদী হাসানাত, প্রেস ক্লাব ,কাশিয়ানীর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফায়েকুজ্জামান, সাধারন সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহিদুল আলম মুন্না, সাধারন সম্পাক লিয়াকত হোসেন লিংকন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, চ্যানেল-এস টিভির জেলা প্রতিনিধি কাজী মাহমুদ, প্রবীন সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী ও বিএসএস-র জেলা প্রতিনিধি হায়দার হোসেন, প্রতিদিনের সংবাদের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি দুলাল বিশ্বাস, টুঙ্গিপাড়া প্রতিনিধি সজল সরকার সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মামলায় গ্রেপ্তার কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের মুক্তি দাবী ও দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।