দেবহাটায় পূর্ব শত্রুতায় বাড়িতে যেয়ে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ

0
263

স্টাফ রিপোর্টার: দেবহাটায় পূর্ব শত্রুতায় বাড়িতে যেয়ে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হামলার শিকার হওয়া পরিবার। আহত স্ত্রী সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। জানাযায়, উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত. জুম্মান আলীর ছেলে মোক্তার মোড়ল ও ছেলে ইব্রাহিম মোড়ল একই এলাকার আকবর আলীর পুত্র আব্দুল হান্নান ও তার স্ত্রী হাসিনা খাতুকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। বুধবার বেলা ১টার দিকে শিশুদের খেলা করা নিয়ে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। তাদের হামলার প্রতিবাদ করতে গেলে আব্দুল হান্নান ও তার স্ত্রীকে বেধরক মারপিট করে। একপর্যায়ে হান্নান মাটিতে লুটিয়ে পড়ে এবং সন্ত্রাসীদের লাঠির আঘাতে তার স্ত্রী হাসিনা খাতুন রক্তাক্ত জখম হলে তাদের আতœচিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এঘটনায় আহত আব্দুল হান্নান প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হলে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বর্তমান হাসিনা খাতুন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ৩জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। এতে প্রধান অভিযুক্তকারী ইব্রাহিম মোড়ল, তার পিতা মোক্তার আলীকে ২য় এবং তার মা আচু খাতুনকে ৩য় আসামী করা হয়। বিষয়টির সুষ্ঠ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আহতের পরিবার। উল্লেখ্য যে, ইব্রাহিম মোড়ল ইতোপূর্বে হামলা চালিয়ে তার আপন চাচাকে পিটিয়ে আহত করে। এমনকি এলাকার আরো অনেকের উপর অত্যাচার চালিয়েছেন বলে জানা গেছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।