দেবহাটায় ধান সংগ্রহে কৃষি কর্মকর্তাদের সাথে উপজেলা চেয়ারম্যান মতবিনিময়

0
356

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ধান চাল সংগ্রহের বিষয়ে উপজেলা কৃষি অদিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলা চেয়ারম্যানের কার্য়্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, এলজিইডি অফিসের হিসাবরক্ষক নুর ইসলাম প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান বর্তমান সরকার কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে বলেন, সাধারন মানুষ যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং মানুষ যেন কাজ করে স্বাবলম্বী হতে পারে সেজন্য শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে কাজ করছে। উপজেলা চেয়ারম্যান এসময় ধান চাল সংগ্রহে কোন স্বার্থান্বেষী মহল যেন সুবিধা না পেয়ে সাধারন কৃষকরা যেন সেই সুবিধাটুকু পায় সেদিকে কৃষি অধিদপ্তরের সকলকে সজাগ থাকার আহবান জানান এবং সরকারের সকল উন্নয়নের অংশীদার হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গঠনে সকলকে কাজ করার আহবান জানান।