দেবহাটায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা

0
157

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০ টায় উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল সংলগ্ন স্থানে জাতীয় ও সমবায়ের সাতরঙা পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।  সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেবী শহর এগ্রিকালচার এন্ড ফিস ফারমিং কো-অপারেটিভ সোসাইটির সভাপতি শরচ্চন্দ্র ঘোষ ,কুলিয়া সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি বাসুদেব মন্ডল, আস্কারপুর সমবায় সমিতির সভাপতি ইয়াকুব আলী, বিআরডিবির সভাপতি সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, উপজেলা সহকারী বিআরডিবি অফিসার সোহরাব হোসেন। এ সময় সহকারী সমবায় অফিসার মালতি রানী, সেলিনা খাতুন, সমবায় অফিসের অফিস সহকারী আতাউর রহমানসহ বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় পুরুস্কার প্রাপ্ত কুলিয়া সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি বাসুদেব মন্ডলসহ বিভিন্ন ক্যটাগরিতে উপজেলা শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে ১৫ টি সমিতির প্রতিনিধিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।