দেবহাটায় এক দরিদ্র পরিবারকে কুকুরে কামড়ানো ভ্যাকসিন প্রদান করলো আলফা

0
316

দেবহাটা প্রতিনিধি :  দেবহাটায় এক হতদরিদ্র পরিবারকে জেলা পরিষদ সদস্য আলহাজ¦ আল ফেরদাউস আলফা কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন প্রদান করেছেন। উপজেলা সদরের রবিউল ইসলামের প্রতিবন্ধী কন্যা সাদিয়া পারভিন রুপা (৬) কে গত কয়েকদিন আগে কুকুড়ে কামড় দেয়। দরিদ্র ঐ পিতার পক্ষে কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন কেনার টাকা না থাকায় তার মেয়েকে বিভিন্ন স্থানে ঝাড়ফুক করায়। কিন্তু স্থানীয়রা ঝাড়ফুকে কুকুরের বিষ যায়না বা রোগী ভাল হয়না জানালে এক সাংবাদিকের সহযোগীতায় রুপার পিতা যোগাযোগ করে জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আলফেরদাউস আলফার সাথে। রবিবার সকালে বিষয়টি জেলা পরিষদ সদস্য আলফাকে জানালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের পরামর্শে জেলা পরিষদের মাধ্যমে রুপার পিতা রবিউল ইসলামকে ফ্রি কুকুড়ে কামড়ানো ভ্যাকসিন প্রদান করেন। জেলা পরিষদ সদস্য আলফেরদাউস আলফা জানান, জেলা পরিষদ সবসময় মানুষের কল্যানে ও সেবায় কাজ করে যাচ্ছে। জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি দরিদ্র মানুষদের জলাত্মক রোগের ভ্যাকসিন প্রদান করা হয় ফ্রি। তিনি তার নির্বাচনী এলাকার কারো কুকুড়ে কামড়ালে তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।