দেবহাটায় উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের ব্রিফিং

0
480

দেবহাটা প্রতিনিধি ॥
দেবহাটায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসারদের বিশেষ ব্রিফিং প্রদান করেন নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। শনিবার সকাল ১০টায় থানা চত্বরে এ বিশেষ ব্রিফিং প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর,কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম, এসআই হেকমত আলী, জসিম উদ্দীন, পিএসআই মোস্তাফিজুর রহমান, লিটন কুমার সাহা, এএসআই দরবেশ ফকির, জুয়েল মিয়া, রশিদুল ইসলাম, আব্দুর জব্বার, রোকনুজ্জামান প্রমুখ।দেবহাটায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের ব্রিফিং এ উপজেলা নির্বাহী ও সহকারী রিটানিং অফিসার ইকবাল হোসেন ও থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেছেন, সুন্দর, সুষ্ঠ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে কোন প্রকার অনিয়ম বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কেন্দ্র দখল, প্রভাব বিস্তার, কালো টাকা ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। ক্ষমতার দাপট দেখিয়ে কেন্দ্র চেষ্টা কিংবা নিরাপত্তায় দায়িত্বরতদের উপর হামলা করে কেউ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলেই গুলি করার নির্দেশ প্রদান করা হয়। অত্যান্ত সুন্দর ও সুষ্ঠ পরিবেশ বজায় রেখে নির্বাচন সম্পন্ন করে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। তাছাড়া কেন্দ্রগুলোতে যথেষ্ট নিরাপত্তা প্রদানের পাশাপাশি মোবাইল টিম, স্টাইকিং ফোর্স, বিজিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। তাই কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটার সুযোগ দেওয়া হবে না। অপরাধী যেই হোক নির্বাচনী কাজে বাধগ্রস্থ হলে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন করা হবে। তাই সকলকে নির্বাচনী আচারবিধি মেনে চলার বিষয়ে বলা হয়। এছাড়া প্রার্থী ও তাদের সমার্থাদের থেকে কোন খাবার ও উপহার গ্রহন না করা থেকে বিরত থাকার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়।