দেবহাটায় আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগ

0
205

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে মাটি ভরাটসহ পাকা কংক্রিটের ঘর নির্মানের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ উঠেছে উপজেলার কুলিয়া হিরারচক এলাকার মৃত শেখ অজিহার রহমানের পুত্র শেখ অহিদার রহমান এবং শেখ অহিদার রহমানের তিন পুত্র আমিরুল্যা (লিটন), রিপন ও মামুনের বিরুদ্ধে। জানাযায়, হিরারচক গ্রামের মৃত মাদার মিস্ত্রীর পুত্র আবু হানিফা মিস্ত্রীর সাথে তার প্রতিবেশি শেখ অহিদার রহমান ও তার তিন পুত্রের সাথে বহেরা মৌজার এস.এ ৩০, খারিজ ৩০০/১, খতিয়ান বি এস ২০৩১ নং খতিয়ানে এস এ ৬০৭৪ দাগে বি এস ৮১১৬ দাগ ও এস এ ৬০৭৪ দাগে বি এস ৮১২৫ দাগের মধ্যে সর্বমোট ০.১৭ একর জমিতে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তার পরিপেক্ষিতে আবু হানিফা মিস্ত্রী সাতক্ষীরা আদালতে ১/২০১৫ পিটিশন মামলা দায়ের করে। গত ১২/০২/২০১৫ তারিখে ৪ নং আদেশে নালিশী উভয় পক্ষের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন বিজ্ঞ আদালত। কিন্তু শুক্রবার সরোজমিনে যেয়ে দেখা যায়, বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে মাটি ভরাট সহ পাকা কংক্রিটের পায়খানা ঘর নির্মানের চেষ্টা করছে অহিদার রহমান ও তার তিন পুত্র। এদিকে বিষয়টি আবু হানিফা মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, অহিদার রহমান ও তার তিন পুত্র আদালতের নির্দেশের কোন তোয়াক্ত না করে সম্পূর্ন গায়ের জোরে এ স্থাপনা নির্মান করছে। তবে এ ভাবে স্থাপনা নির্মান করতে থাকলে যে কোন মুহুত্বে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধতে পারে বলেও স্থানীয় সুত্রে জানাযায়। এব্যাপারে, অহিদার রহমানের কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন,আমাদের পায়খানা ঘরের সমস্যা তাই এ স্থাপনা নির্মান করছি।