দেবহাটার সখিপুর দুর্যোগ সহনশীল ঘরের ভিত্তি প্রস্থের উদ্বোধন করলেন ইউএনও সাজিয়া আফরিন

0
331

দেবহাটা প্রতিনিধি: প্রধান মন্ত্রী শেখ হাসিনার অসহায় ও গৃহহীনদের আশ্রায়নের জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। আর তিনি এ স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে সারা দেশে আশ্রায়ন প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দেবহাটার সখিপুরে অতি দরিদ্রদের জন্য দুর্যোগ সহনশীল ঘরের ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় দুই লক্ষ নিরানব্বই হাজার আটশত চল্লিশ টাকা ব্যায়ে সখিপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সখিপুর গ্রামের শেখ মোহাম্মাদাদ আলী স্ত্রী তানজিলা বেগমের এ ঘরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবুর আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ প্রমুখ।