দেবহাটার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

0
362

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীন বরনে সংবর্ধদনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গহর আলী, শিক্ষক বাবু বিভূতি ভূষন দত্ত ও ইমাদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নূরে আজম, সাংবাদিক ডা: অহিদুজ্জামান, হাসানুজ্জামান ও রমজান আলী মোড়ল। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম খান, মুজিবুদৌলা (শামীম), মুশফিকুর রহমান, রুবেল আহমেদ, সাফিয়া পারভীন, হাফিজা খাতুন, জ্যোতি রাণী, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম ও সদস্য রুহুল আমিন সহ সুশীল সমাজের নাগরিক, শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের পুরাতন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া করা হয়। এবছর এই বিদ্যালয় হতে ১৩৯ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে এবং ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ২৩৬ জন ছাত্রছাত্রীর বরণ করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার গাইন।