বাগেরহাটে প্রতারকের খপ্পরে পড়ে ব্যাবসায়ীর ত্রিশ হাজার টাকা খোয়া

0
260

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে এক প্রতারক তালুকদার এলপি গ্যাসের ডেলিভারিম্যান পরিচয়ে জনৈক ব্যাবসায়ীর ৩০ হাজার টাকা নিয়ে উধাও হবার খবর জানা গেছে। আর ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা সদরের গোটাপাড়া ক্লাবের মোড় এলাকায়। এঘটনায় ভুক্তভুগি ব্যবসায়ী মো: জাকির হোসেন (৪৫) মঙ্গলবার বাগেরহাট মডেল থানায় ডায়েরী করেছেন। ব্যবসায়ী জাকির সদরের গোটাপাড়া মুক্ষাইট এলাকার মো: জয়নাল শেখের ছেলে। ক্লাবের মোড় এলাকায় তার তাওহিদুল ইসলাম এন্টারপ্রাইজ নামের একটি ব্যাবসা প্রতিষ্ঠান আছে।
সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় ক্লাবের মোড় তাওহিদুল ইসলাম এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মো: জাকিরের কাছে গিয়ে অজ্ঞাত নাম ধারী ওই প্রতারক বাগেরহাট তালুকদার গ্যাস ঘরের ডেলিভারী ম্যান পরিচয় দেয়। ব্যাবসায়ীক কথাবার্তার সূত্রে সাশ্রয়ে গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলার খুচরা যন্ত্রাংস সর্বরাহের জন্য মৌখিক অর্ডার নেয় এবং (০১৭২৮৯১৫৭) নং একটি মোবাইল নাম্বার দেয় যে মালামালের সুবিধা-অসুবিধা জানাবার জন্য। সে মোতাবেক মালের মূল্য নিরুপন করে মোট (৩০৪১৩) ত্রিশ হাজার চারশত তের টাকা স্থানীয় ও পরিচিত টলি চালক রুবেল কে সাথে দিয়ে গ্যাস ডেলিভারী নিতে পাঠায়। বাগেরহাট ডাক বাংলা মোড় এলাকায় এসে ওই প্রতারক টলি চাকল রুবেল কে টলি সহ দাড় করিয়ে রেখে গ্যাসের মেমো করার কথা বলে টাকা নিয়ে উধাও হয়ে যায়। অনেক অনুসন্ধান করে না পেয়ে গত ১০ ডিসেম্বর বিকালে বাগেরহাট মডেল থানায় ৪৫০ নং সাধারন ডায়েরী অর্ন্তভুক্তি করেছে ব্যাবসাী জাকির।