না ফেরার দেশে দেবহাটার প্রবীন শিক্ষক দিলিপ ব্যানার্জী: বিভিন্ন মহলের শোক

0
349

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সবেক ইংরেজী শিক্ষক নামে পরিচিত দিলিপ ব্যানাজী মৃত্যু বরণ করে না ফেরার দেশে চলে গেছেন। শনিবার সন্ধা ৬টায় সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।  তিনি ১পুত্র ১কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। উল্লেখ্য, ১৯৬০ সালের দিকে টাউনশ্রীপুর গ্রামের প্রায়ত কিশোরী লাল ব্যানার্জীর পুত্র দিলিপ ব্যানাজী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন। সুদীর্ঘ প্রায় ৪০ বছর সুনামের সাথে শিক্ষকতা শেষে ২০০২ সালের দিকে তিনি অবসরে যান। চাকুরী জীবনে তিনি দেবহাটা উপজেলা তথা সাতক্ষীরা জেলার একজন খ্যাতমান ইংরেজী শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী শিক্ষক। ছাত্র-ছাত্রীদেরকে তিনি যেমন শ্বাসন করতেন, তেমনি তাদেরকে দিতেন স্নেহ ও মমতা। তাই ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন অত্যান্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুজ্জামান আরিফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, সদর ইউনিয়নের চেয়রম্যান আবু বকর গাজী, দেবহাটা পেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রবিবার বেলা ১১টায় তার সৎকার করা হবে বলে জানান প্রায়ত শিক্ষক দিলিপ ব্যানাজীর পরিবার।