দূর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে : খুলনা সিটি মেয়র

0
315

খবর বিজ্ঞপ্তি:
এই দুর্যোগে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আর সবথেকে খেয়াল রাখতে সামাজিক দূরত্বের বিষয়টি। প্রতিটি বাজারে, প্রতিটি মহল্লায় সর্বত্র যাতে সঠিকভাবে সামাজিক দূরত্ব মেনে চলা হয় সে বিষয়ে দলের নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবীর ন্যায় কাজ করতে হবে। সকলে মিলে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে।
রবিবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার ত্রাণ কার্যক্রম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক।
নগরীর নিম্ম আয়ের খেঁটে খাওয়া মানুষের ১হাজার পরিবারকে চাল ও ডাল দেওয়ার এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা। রবিবার বিকালে দলীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দলু, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দীপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহীন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিলন, ওলিউর রহমান রাজু, ইলিয়াস হোসনে লাবু, মাসুম উর রশিদ, বিপুল মজুমদার, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, নাজমুল হোসেন চৌধুরী, রাজেশ মাহমুদ, মুরাদ হোসেন, মাসুম খন্দকার, সাগর মজুমদার প্রমুখ।
দলীয় কার্যালয় হতে প্রতি থানা যুবলীগের নেতৃবৃন্দের কাছে ত্রাণ তুলে দেওয়া হয়। তারা প্রতি ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দের মাধ্যমে এলাকায় অসহায়দের তালিকা তৈরী করে বাড়ি বাড়ি পৌছে দেবে ত্রাণ।