দুর্দান্ত ফর্মে আশরাফুলের টানা তৃতীয় সেঞ্চুরি

0
421

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার বলা হতো মোহাম্মদ আশরাফুলকে। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর অনেকেই তার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রমে ঢাকা প্রিমিয়াম লীগের এ মৌসুমে দুর্দান্ত ফর্ম দেখিয়ে চলেছেন আশরাফুল। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিন অঙ্কের ঘরে পৌঁছে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। এ মৌসুমেই আশরাফুল রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন।

এদিন আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়নের। শুরুতে ব্যাটিংয়ে নামে কলাবাগান দলীয় ৫ রানে ওপেনার ফয়সালকে হারায়। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ালিউল করিমকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন আশরাফুল। ৭৯ রানে প্যাভিলিয়নে ফিরে যায় ওয়ালিউল।

১০২ রান করে অপরাজিত থাকেন আশরাফুল। ১৩৭ বলে ১০টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান ডানহাতি ব্যাটসম্যান আশরাফুল। তার ব্যাটে ভর করে কলাবাগান শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে।

এর আগে আশরাফুল অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৩ (অপরাজিত) ও মোহামেডানের বিপক্ষে ১২৭ রান করেছেন।
#