দুই মিলানের যুদ্ধে জয়ী ইন্টার

0
450

অনলাইন ডেস্ক: ইতালির ফুটবলে দুই মিলানের দ্বৈত শাসনের অবসান হয়েছে অনেক আগে। তবু মিলান ডার্বির আবেদনে ভাটা পড়েনি। অভিন্ন ঘাঁটি সান সিরোতে দুই পড়শি এসি মিলান ইন্টার মিলান মুখোমুখি হলে আজও বারুদের গন্ধে ভারি হয়ে ওঠে বাতাস। তবে খেলা যতই উত্তেজনা ছড়াক, ইদানীং শেষ দৃশ্যে ইন্টারের জয়ের হাসিই যেন মিলান ডার্বির ভবিতব্য

এবারও তার ব্যত্যয় হয়নি। রোববার মৌসুমের প্রথম ডার্বিযুদ্ধে এসি মিলানের বিপক্ষে গোলের নাটকীয় জয়ে মিলানের রাজদণ্ড ধরে রাখল ইন্টার। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী একমাত্র গোলটি করেন ইন্টার অধিনায়ক মাউরো ইকার্দি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য নগর প্রতিদ্বন্দ্বীরা যেন বাড়তি অনুপ্রেরণা

এসি মিলানকে সামনে পেলেই জ্বলে ওঠেন ইকার্দি। গত মৌসুমে সেরি লিগের শেষ মিলান ডার্বিতে তার অনবদ্য হ্যাটট্রিকে শেষ হাসি হেসেছিল ইন্টার। এবারও শেষ মুহূর্তের জাদুতে মিলানের হৃদয় ভাঙলেন ইকার্দি। সেরি লিগে নিয়ে টানা পাঁচটি মিলান ডার্বিতে জয়হীন এসি মিলান

রোববার ম্যাচের ১২ মিনিটেই ইন্টারকে এগিয়ে দিয়েছিলেন ইকার্দি। কিন্তু অফসাইডে কাটা পড়ে গোলটি। বিরতির ঠিক আগে এসি মিলানেরও একটি গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে। দ্বিতীয়ার্ধে দুই গোলকিপারের বীরত্বে গোলশূন্য ড্রয়ের পথে ছিল ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তে গোলকিপার দোনারুমার ভুলে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় এসি মিলানকে

দোনারুমার ভুল পজিশনিংয়ের সুযোগে হেডে গোল করে ইন্টারকে নাটকীয় জয় এনে দেন ইকার্দি। সব মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে সেরি লিগের তিন নম্বরে উঠে এসেছে ইন্টার (১৯) শীর্ষে থাকা জুভেন্টাসের (২৫) সঙ্গে তাদের ব্যবধান ছয় পয়েন্টে নেমে এসেছে। বিপরীতে এসি মিলান নেমে গেছে ১২ নম্বরে