দিঘলিয়ায় ভ্যান চালককে মারধরের ঘটনায় দীর্ঘ ১৫ দিনে ও কোন সুরাহা হয়নি

0
320

দিঘলিয়া প্রতিনিধি:দিঘলিয়ার সেনহাটি এলাকার বাসিন্দা আব্দুল গনির পুত্র ভ্যান চালক বিল্লাল হোসেন (৩৭) কে মারধরের ঘটনায় দীর্ঘ ১৫ দিনে ও কোন সুরাহা হয়নি, সুত্রে জানা যায় সেনহাটি সরোয়ার খান কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা বিল্লøাল হোসেন (৩৭) কে গত ১৬/০৮/২০১৯ রাতে ভ্যান ভাড়া কে কেন্দ্র করে জহুরুল ও আশরাফুূল বেধড়ক মারপিট করে আহত করে।
এলাকাবাসি সুত্রে জানা যায় সেনহাটি মদিনা মসজিদ এলাকার বাসিন্দা সহোদর দুই ভাই র‌্যাবে চাকরি করে। ইদের ছুটিতে উক্ত জহুরুল ও আশরাফুল তাদের নিজ বাড়িতে আসে এবং একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে বিল্ল্াল হোসেনের ভ্যানে ওঠে এবং গন্তব্যে পৌছানোর পরে ভ্যান ভাড়া কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ্্্্উক্ত ভ্যান চালক বিল্লাল হোসেন কে বেধরক কিল ঘুষি ও তাদের পায়ে থাকা বুট জুতা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এ সময় বিল্লাল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের সৃষ্টি হয়।এক পর্যায়ে ্উক্ত বিল্লাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন আহত বিল্লাল কে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং দীর্ঘ ১৫ দিন চিকিৎসা গ্রহন করে কোন রকমে বাড়ি আসে এ বিষয়ে উক্ত এলাকার বিভিন্ন মহল ও ভ্যান ইউনিয়নের নেত্রীবৃন্দরা একাধিক বার এ বিষয়ে সমাধান ও সালিশির আশ্বাস দিলে ও দীঘ ১৫ দিনে ও ভ্যান চালক বিল্লাল হোসেন তাকে মারধরের কোন সমাধান বা সুস্থ বিচার পায়নি। এ বিষয় নিয়ে উক্ত ্্্্্এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তবে ভিকটিম জানান আমি ভ্যান চালক যারা আমাকে মারধর করেছে তারা র‌্যাবের লোক তাই আমি এখন পর্যন্ত কোন বিচার পাইনি।