দাকোপে শেষ হলো গ্রীষ্মকালীন ফুটবল খেলা

0
595

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় ৪৮তম জাতীয় স্কুল ও মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হয়েছে। এতে উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৪৮টি কিশোর-কিশোরী ফুটবল দল অংশ নেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ ক্রীড়াঙ্গনে ওই খেলার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। কিশোরী ফুটবল দলের খেলায় ‘বুড়ির ডাবুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেজিভিজে সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়’। এরপর কিশোর ফুটবল দলের খেলায় ‘লক্ষ্মীখোলা জিটি পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ও বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’ অংশ নেয়। খেলাটি গোল শূন্যভাবে শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীখোলা জিটি পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়।

খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।