দাকোপে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকি পালিত

0
429
All-focus

আজিজুর রহমান,দাকোপ(খুলনা)থেকেঃ

জেলার দাকোপ উপজেলায় বুধবার সন্ধ্যা ৬টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকাল ৪.০০টায় একটি আনন্দ র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের নিজস্ব কার্যালয়ের চত্ত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসের (বাপ্পি)। উপজেলা ছাত্রলীগ ও চালনা পৌরসভা ছাত্রলীগের যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, অধ্যাপক দুলাল রায়, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, জেলা পরিষদের সদস্য কেএম কবির হোসেন, কাউন্সিলার দিবাশীষ ঢালী। সভায় বক্তব্য করেন, সেচ্ছাসেবকলীগের আহবায়ক জিএম রেজা, চালনা পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল কাজী। সভায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম, নিত্যানন্দ দাশ, মৃনাল কান্তি বাছাড়, ইয়াসিন আরাফাত খান, আশিকুরজ্জামান তানভির, সুরজিত মন্ডল, বাধন হালদার, শেখ রাসেল, আতিকুর রহমান আতিক, মোঃ তানভির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাঃ সম্পাদক গৌতম সরকার কাকন, ছাত্রলীগ নেতা শেখ জামিল হোসেন নাঈম, রাজু বাছাড়, সুকান্ত মন্ডল, মাসুম হাওলাদার, সারাফাত হোসেন সবুজ, মিঠুন সরদার, সালমান শেখ, দেবু গাতিদার, মামুন, তানভীর, সুমন, হৃদয় ঢালী, পবিত্র সরদার, ইমন সাহা, সৌরভ সাহা, অরিন্দম রায়, দেবাশীষ ঢালী প্রমূখ। সমগ্র সভাটি পরিচালনা করেন পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহুল রায় ও উপজেলা ছাত্রলীগ নেতা অসিম গাইন।