দাকোপে ফলদ বৃক্ষ মেলা সমাপ্ত

0
546

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপি আয়োজিত ‘ফলদ বৃক্ষ মেলা’ বুধবার (৩১ জুলাই) বিকেলে সমাপ্ত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’।

মেলার সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ট কৃষকের মাঝে পুরষ্কার ও কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই আয়োজন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকারসহ আরও অনেকে। এবারের মেলা প্রাঙ্গনে ১২টি স্টলে দর্শনার্থীরা নানান রকমের গাছ সম্পর্কে ও কৃষি বিষয়ে বিভিন্ন মতামত জানতে পারেন। এতে শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।