বিভাগীয় শ্রম পরিচালক’কে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের শুভেচ্ছা

0
195

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে শুদ্ধাচার চর্চা ও কর্মক্ষেত্রে কৌশল বা¯তবায়নের জন্য বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান জাতীয় শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হয়ে গত ২৭ সেপ্টেম্বর রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কেএম মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) এর নিকট হতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহন করেন। খুলনা বিভাগীয় শ্রম পরিচালক এ পদে ভুষিত হওয়াতে সোমবার বেলা ১২টায় বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে শ্রম পরিচালক মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেডারেশনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মুন্সি লিয়াকত আলী, মোঃ সাইফুল ইসলাম, আঃ ওহাব, সেকেন্দার আলী, নিজাম উদ্দিন, আঃ ছালাম, খালেক, মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী, সেকেন্দার আলী, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মিহির রঞ্জন বিশ্বাস, সোবহান মোল্লা, কামরুল ইসলাম, সাত্তার, আতিয়ার মোল্লা, কুদ্দুস খান, বাবুল খা, বখতিয়ার সিকদার, ওবায়দুর রহমান বিল্লাল শেখ, নজরুল, খায়রুল, আতিয়ার মোল্লা, মাহফুজ, আজিজুল, আমির মুন্সি প্রমুখ। উল্লেখ্য, শ্রম অধিদপ্তরের একমাত্র পরিচালক হিসেবে বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান অনন্য গৌরব অর্জন করেছেন ।