দাকোপে পার্চিং উৎসব অনুষ্ঠিত

0
408

আজিজুর রহমান, দাকোপ থেকে :
খুলনার দাকোপ উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত একযোগে ২৮টি বøকে বোরো ধানের পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার পানখালী ইউনিয়নে ৩টি, দাকোপ ইউনিয়নে ৩টি, লাউডোব ইউনিয়নে ৩টি, কৈলাশগঞ্জ ইউনিয়নে ৩টি, সুতারখালী ইউনিয়নে ৩টি, কামারখোলা ইউনিয়নে ৩টি, তিলডাঙ্গা ইউনিয়নে ৩টি, বাজুয়া ইউনিয়নে ৩টি, বানিশান্তা ইউনিয়নে ৩টি, চালনা পৌরসভা ১টি বøকেডালপুতে পার্চিং উৎসব পালন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতিটি পার্চিং উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা স.মনজরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন শেখ, বিজন কুমার রায়, দাস বিভূতি রঞ্জন, মোঃ মিজানুর রহমান, সুখেশ গোলদার, সমিরণ কুমার বিশ^াস, রিনা আক্তার, মুক্তা রানী সরকার, গোবিন্দ সরকার, নিহার রঞ্জন বিশ^াস, শিখা রানী ধর, শেখ আব ুহুরায়রা সহ আরও অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, এটি একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি। ধান খেতে ডাল পোতার ফলে ডালে পাখি এসে বসে এবং পাখিরা ক্ষতিকার পোকা ধরে ধরে খাই। এর ফলে কৃষকদের ফসলে তেমন কোন কীটনাশক প্রয়োগ করতে হয় না।#