দাকোপে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
247

দাকোপ প্রতিনিধি :
খুলনার দাকোপ উপজেলায় চাষি পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধির ওপর স্থানীয় টেকসই ভ‚মি ব্যবস্থাপন প্রযুক্তির আওতায় কৃষক প্রশিক্ষণ হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণকেন্দ্রে একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ জন কৃষক অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের ইএলইউএলডি-এসএলএম প্রকল্পের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এ অয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, খুলনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষ্ণা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিরন্ময় কুন্ডু।
কর্মশালায় বক্তারা বলেন, খাদ্যের চাহিদা স্বয়ংসম্পূর্ণ আছে বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়াও আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যদিকে কোনোভাবে চাহিদার তুলনায় উৎপাদন যেনো কমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য চাষি পর্যায়ের কৃষকদের স্থানীয় টেকসই ভ‚মি ব্যবস্থাপন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া বীজ ধানের গুনাগুন সম্পর্কে, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ও গাছের ফুল-ফল ঝোরেপড়া রোধ-প্রতিরোধ সম্পর্কে আলোচনা হয়।