দাকোপে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0
985
All-focus

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য ভয়েস অফ দাকোপ’।

রোববার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দাকোপের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৮জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেন। এবারের স্লোগান ‘চাই শুদ্ধ বিবেক, চাই আলো’। দ্য ভয়েস অফ দাকোপের সহসভাপতি সমিত রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক এসএম নূরুল ইসলাম, যশোরের চৌগাছা উপজেলা সাবরেজিষ্ট্রার নারায়ণ চন্দ্র মণ্ডল, দাকোপ উপজেলা সাবরেজিষ্ট্রার দেবদুত্যি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, দ্য ভয়েস অফ দাকোপের উপদেষ্টা প্রভাষক সবুজ কান্তি শীল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মণ্ডলসহ আরও অনেকে। এতে অংশ নেন শিক্ষক, সচেতন নাগরিক কমিটির (সনাক) প্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, দ্য ভয়েস অফ দাকোপের সদস্যরা ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।

All-focus

এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। তাঁরা বক্তব্যে ছাত্রছাত্রীদের দেশের সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহবান জানান, যাতে দেশ ও জাতি তাদের দ্বারা উপকৃত হতে পারে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষামূলক বই পড়া এবং সাহিত্য ও বিজ্ঞানচর্চারও আহবান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দ্য ভয়েস অফ দাকোপের সাংস্কৃতিক সম্পাদক উত্তম বিশ্বাস।