তালায় “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন” সম্পন্ন

0
133

তালা প্রতিনিধি :
তালায় “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন” বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেঙ্গল ল্যান্সার ডিভিশনের ব্যবস্থাপনায়, ৫৫ পদাতিক ডিভিশন’র পরিচালনায় ও তালা উপজেলা প্রসাশনের সার্বিক ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রæয়ারী) সকাল ৯:৪৫ টায় তালা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে জে এন এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। এর আগে ৯:৩০ টায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তোফা লুৎফুল্লাহ্ উদ্ভোধন করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান’র সভাপতিতে ও তালা উপজেলা আওয়ামীলী’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ষোষ সনৎ কুমার, সেনাবাহিনীর ক্যাপ্টেন সরকার সুলতান তালহা। এসময় উপস্থিত ছিলেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, উপজেলা ক্রীড়া পরিষদ’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইনামুল ইসলাম, শালিকা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাপড়ি, উপজেলা প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক ডেপটি কমাÐার আলাউদ্দীন জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ’র সভাপতি শেখ সাদী। ম্যারাথন শেষে আয়োজকদের পক্ষ থেকে জে এন এ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ী ৫ জন পুরুষ ও ৫ জন নারীর কে পুরস্কার প্রদান করা হয়।