ঢাবি ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0
359

খুলনাটাইমস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ১৫ দশমিক ৪৯ শতাংশ পরীক্ষার্থী। ভর্তির যোগ্য বিবেচিত এই ৪ হাজার ৩৬২ জনের মধ্যে শেষ পর্যন্ত এক হাজার ২৫০ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের নয়টি বিভাগে লেখাপড়া করার সুযোগ পাবেন। উপার্চায অধ্যাপক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এ সময় তার সঙ্গে ছিলেন। গত দুই বছর প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনে। নতুন নিয়মে ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের সঙ্গে ৪৫ নম্বরের প্রশ্নের লিখিত উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের। ৯০ মিনিটের পরীক্ষায় নৈর্ব্যক্তিকের জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পান তারা। ২০০ নম্বরের মধ্যে ১৮০ নম্বর পেয়ে এবার ‘গ’ ইউনিটের মেধাতালিকায় প্রথম হয়েছেন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাস করা জাকির হোসেন। ১৭৯ দশমিক ৫০ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করা মারিয়া মেহজাবিন মরিয়ম এবং ঢাকা কমার্স কলেজের ফাহমিদা জাহান নিশাত হয়েছে তৃতীয়। ফলাফল প্রকাশ করে উপাচার্য আখতারুজ্জামান বলেন, এবছর শিক্ষার্থীদের পাসের হার গত বছরের তুলনায় অনেক ভালো। এটি একটি শুভ দিক। নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর আগের মতই ওএমআর মেশিনে পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, লিখিত অংশের উত্তরপত্র ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয়েছে। এ বছর মোট ২৯ হাজার ৫৮ জন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করলেও শেষ পর্যন্ত গত ১৩ সেপ্টেম্বর পরীক্ষা দেন ২৮ হাজার ১৬৯ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>GA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। যোগ্য বিবেচিতদের মধ্যে মেধাক্রম অনুসারে ১ থেকে ১২৫০ জন শিক্ষার্থী ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিষয়ের পছন্দক্রম পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারীদের ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিস থেকে ফর্ম সংগ্রহ করে পূরণ করে তা সেখানেই জমা দিতে হবে। এছাড়া অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।