ডেঙ্গু টেস্টে অতিরিক্ত অর্থ আদায়, খুলনায় ৮টি ডায়াগণস্টিক ও হাসপাতালকে জরিমানা

0
518

নিজস্ব প্রতিবেদক:
সরকার নির্ধারিত দামে চেয়ে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত অর্থ আদায় করায় খুলনায় আটটি ডায়াগণস্টিক সেন্টার ও হাসপাতালকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম ও মোঃ ইমরান খান।
জেলা প্রশাসন সূত্র জানায়, সরকার বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে ডেঙ্গু টেস্টের নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ধারাবাহিকতায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী এর তত্ত্বাবধানে খুলনা মহানগরীতে মঙ্গলবার এ সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আটটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে সরকার নির্ধারিত দামের অধিক দাম রাখায় মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‌্যাব-৬, ড্রাগ ডিপার্টমেন্ট, মাদক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর সহযোগিতা করে।