ডুমুরিয়ায় সুন্দরমহল-আকড়ার বিলে লবন পানি উত্তোলনের অভিযোগ

0
437

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলাধীন ২৯নং পোল্ডারের ৩টি বিলে স্থানীয় এক শ্রেনির প্রভাবশালী ব্যক্তি লবন পানি উত্তোলনের পায়তারা করছে। প্রতিকার চেয়ে রবিবার স্থানীয় এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলাধীন ২৯নং পোল্ডার আওতায় সুন্দরমহল, আকড়া, চাঁদগড় বিলে চলতি মৌসুমে বোরো আবাদ চাষাবাদ হচ্ছে। সম্প্রতি এক শ্রেনির প্রভাবশালী ব্যাক্তিরা অধিক মুনাফার আশায় বাগদা চাষ করার জন্য ¯øুইজ গেট দিয়ে লবন পানি উঠানোর পায়তারা চালিয়ে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে দুই উপজেলার সুরখালী, সুন্দরমহল, আকড়া, মঠবাড়িয়া ও চাঁদগড় গ্রামের শতাধিক কৃষক বোরো ধানের ক্ষতির আশংকায় প্রতিকার চেয়ে এ অভিযোগ করেন। এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর বলেন, ফসলি জমিতে কেউ লবন পানি উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #