ডুমুরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যামে ধানের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন

0
166

চুকনগর প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলায় সরকারি কৃষি প্রনোদনার আওতায় সমলয়ে চাষাবাদে যান্ত্রিকী করণের (রাইস ট্রান্সপ্লান্টার) সাহায্যে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপন কর্মসূচীর উদ্বোধনী করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলা কৃৃৃষি দপ্তরের উদ্যোগে বরাতিয়া কৃষি বøকে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন কৃষি স¤প্রসারণ দপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্যদেন কৃষি গবেষক ড. মনোরঞ্জন মন্ডল, কৃৃৃষি স¤প্রসারণ দপ্তর খুুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুুর রহমান, প্রাক্তন উপ-পরিচালক পংকজ কান্তি মজুমদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান প্রতাপ রায়, সুফল ভোগী কৃষক আলামিন ফকির ও আসমা খাতুন। সভায় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন কর্মসূচীর লক্ষ্য ও উদ্দ্যেশে সম্পর্কে জানান, সরকারি প্রনোদনায় বরাতিয়া এলাকার ৭১ জন বোরধান চাষীর পাশাপাশি ৫০ একর জমির সমলয়ে প্রদর্শনী মাঠ তৈরী করা হয়েছে। এখানে হাইব্রিড জাতের বোরো ধান রোপন,কর্তন সহ সম্পূর্ণ যান্ত্রিকী করণের মাধ্যমে সম্পন্ন করা হবে। একই দিনে ধান রোপন করা হবে। এতে কৃষকের ধান চাষাবাদে খরচ অনেক কম হবে। ভবিষৎ এ ধান চাষাবাদে যাতে খরচ অনেক কম করে চাষীরা অধিক লাভবান হয় সেইটা এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রদর্শনী মাঠে ধান চাষাবাদে সার, বীজ, কীটনাশকসহ সকল উপকরণ সব কিছুর খচর সরকারি ভাবে বহন করা হচ্ছে বলেও তিনি জানান।