ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় শহিদ দিবস পালিত

0
239

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, ডুমুরিয়া প্রেসক্লাব, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, নারী উন্নয়ন ফোরাম ও বিভিন্ন সামাজিক সংগঠন পৃথক পৃথক ভাবে কর্মসুচি গ্রহন করে।
কর্মসূচীর অংশ হিসেবে রাত ১২.০১ মিনিটে ডুমুরিয়া কলেজ চত্ত্বর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, গত শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,প্রভাত ফেরী,আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জীব দাশের সভাপতিত্বে শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক প্রমূখ।
ডুমুরিয়া প্রেসক্লাবের উদ্দ্যোগে পুষ্পস্তবক অর্প শেষে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি কাজি আবদুল্লাহ। সাংবাদিক মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্যদেন এসএম জাহাঙ্গীর আলম, ফিরোজ খান, বেলায়েত হোসেন, শেখ মাহাতাব হোসেন, এস রফিকুল ইসলাম, আশরাফুল আলম, সুজিত মল্লিক, সুব্রত ফৌজদার প্রমূখ। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আ’লীগের উদ্দ্যোগে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্যদেন এবিএম শফিকুল ইসলাম, এ্যাড রবীন্দ্রনাথ মন্ডল, সরদার আবু সালেহ,সরদার নাজিবুর রহমান,আছফর হোসেন জোয়ার্দ্দার, প্রভাষক গোবিন্দ ঘোষ, খান আবুল বাসার প্রমূখ। অপরদিকে উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের নেতৃত্বে পুষ্পস্তবক শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্যদেন শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান, অরুন গোলদার, শেখ ফরহাদ হোসেন, হাবিবুর রহমান হবি, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার আরজান আলীর সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্যদেন আশুতোষ সরকার, গৌতম মন্ডল, শরীফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, শিশির কুমার মন্ডল প্রমূখ। অনুরুপ ভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন স্ব-স্ব উদ্দ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে। এছাড়া শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।