ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির কর্মসূচিতে চরম ভোগান্তীতে ক্রেতা-বিক্রেতা

0
553

ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ায় সাব-রেজিষ্টী অফিসে দলিল লেখক সমিতির চলমান কর্ম বিরতি কর্মসূচীর অব্যাহত রয়েছে। ৩দিন পেরিয়ে গেলেও অবস্থান ধর্মঘট থেকে সরে আসেনি দলিল লেখক সমিতির সদস্যরা। এদিকে সীমাহীন দূর্ভোগে পড়েছে জমি ক্রেতা-বিক্রেতা। দাবি পুরন না পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দরা।

প্রসঙ্গত উপজেলা সাব-রেজিষ্টার কর্তৃক লেখকদের সাথে অসন্মান জনক আচারনের প্রতিবাদে গত রবিবার থেকে উপজেলা দলিল লেখক সমিতি অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি কর্মসূচী গ্রহন করে। তারই অংশ হিসেবে গতকালও অবস্থান কর্মসূচী পালন করে আন্দোলন কারিরা। এতে সাধারন জমি ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছে উল্লেখ করে জমি বিক্রেতা শোভনার শফিকুল ইসলাম, ক্রেতা জসিম উদ্দিনসহ অনেকে জানান, দলিল লেখকদের ধর্মঘটের মুখে পড়ে আমরা সাধারন মানুষেরা চরম ভোগান্তির মুখে পড়েছি। গত ৩দিন উপজেলায় এসে এসে ফিরে যেতে হচ্ছে। এ প্রসঙ্গে সমিতির সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান বলেন, আমরা শান্তিপূর্ন কমূসূচী চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি পুরন না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে।