ডুমুরিয়ায় গৃহবধু ধর্ষন চেষ্টায়  মামলা : তদন্তে গড়িমসি

0
434

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ডুমুরিয়ায় এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামে।
মামলার বিবরন সূত্রে জানা যায়, উপজেলার বান্দা গ্রামের অনিমেষ মন্ডলের স্ত্রী এক সন্তানের জননী শিবানী মন্ডল (৩০) কে একই গ্রামের সুভাষ মন্ডলের ছেলে সোমনাথ মন্ডল (৪০) প্রায়ই সময় কু-প্রস্তাব ও অশ্লীল ইঙ্গিত করতো। এতে ওই গৃহবধু রাজী না হওয়ায় গত ২০১৭ সালের ৪ আগষ্ট বিকেলে স্বামী বাড়ী না থাকায় তাকে একা পেয়ে লম্পট সোমনাথ ঘরের মধ্যে প্রবেশ করে ঝাপটে ধরে এবং জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় গৃহবধুর আর্তচিৎকারে পাশের লোকজন ছুটে আসলে লম্পট পালিয়ে যায়। এ ঘটনায় ২০ আগষ্ট শিবানী মন্ডল বাদী হয়ে সোমনাথ মন্ডলের বিরুদ্ধে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৬৮/১৭। মামলাটি দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত ডুমুরিয়া থানা পুলিশকে তদন্ত প্রতিবেদনের নির্দেশ দেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও থানা পুলিশ এখনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি আদালতে। এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ডুমুরিয়া থানার ওসি অপারেশন এস এম জাবিদ হাসান বলেন, তদন্ত অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিবো। এদিকে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে নানা ভয়ভীতি দিচ্ছে আসামীপক্ষ বলে বাদী জানান।