ডুমুরিয়ায় কেজি দরে এলএমজি‘র গুলি বিক্রি করতে এসে পুলিশের খাঁচায় দিনমজুর

0
496

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় ভাংগাড়ী দোকানে কেজি দরে এলএমজি‘র গুলি বিক্রি করতে এসে পুলিশের খাঁচায় বন্দি হলেন
বিএম সোহেল রানা (২৭) নামের এক দিনমজুর। আটক সোহেল রানা উপজেলার থুকড়া গ্রামের আঃ জব্বার বিশ্বাসের ছেলে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি রাস্তা নির্মানের কাজ চলছিল। নির্মান কাজে উপজেলার থুকড়া
এলাকার আটক সোহেল রানাসহ ১০ জন দিন মজুর যোগ দেয়। ঘটনার প্রায় ৮ দিন পূর্বে ওই দিন মজুরেরা রাস্তার মাটি খননের সময় একটি প্যাকেটে থাকা অনুমান ৮/১০ কেজি গুলি পায়। পরবর্তিতে গুলি গুলো বাড়ীতে নিয়ে আসার পর গতকাল সোবার ডুমুরিয়া বাজারস্থ রায়হানের ভাংগাড়ীর দোকানে বিক্রি করতে নিয়ে আসে। বিষয়টি রায়হান তার পাশের দোকানী নাহিদ মোল্লাকে জানায়। এরপর তাদের সহযোগীতায় পুলিশ গুলিসহ তাকে আটক করে। ঘটনা প্রসংগে জেলা পুলিশের বি-সার্কেল মোঃ সজিব ্আহমেদ খান ও ওসি মোঃ হাবিল হোসেন জানান উদ্ধারকৃত গুলির মাধ্যে এলএমজি ৭৯০ পিস, চায়না রাইফেলের গুলি ১৩ পিস, গুলির চর্জার ২টা ও ক্ষত ৬০ পিসসহ মোট ৮৬৩ পিস গুলি উদ্ধার করা হয়েছে,যা পরীক্ষাগারে প্রেরন করা হবে।এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে এবং আটক সোহেল রানাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।