ডুমুরিয়ায় আশ্রায়ণ প্রকল্পের ১২০টি গৃহ হস্তান্তর

0
46

ডুমুরিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২২ হাজার ১শত একটি ছিন্নমূল, অসহায়, দরিদ্র, ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আশীষ মোমতাজ, সাংবাদিক কাজি আবদুল্লাহ, এসএম জাহাঙ্গীর আলম,কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাব্বির হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, শিক্ষা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজূমদার,ইন্সট্রেক্টর মোঃ মনির হোসেন,আইসিটি কর্মকর্তা মোঃ সুমন হাসান প্রমূখ। উল্লেখ্য, গতকাল ডুমুরিয়ায় ১২০ টি ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।