ডুমুরিয়ার লতাবুনিয়ায় বাঁধ নির্মাণকে কেন্দ্র করে হামলায় যখম-১

0
245

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে লতাবুনিয়া গ্রামে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় সরকারী অর্থায়নে বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সুজিত মন্ডল (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত সুজিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছে এলাকাবাসি। উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নে চতুর্পাশ নদী বেষ্ঠিত লতাবুনিয়া গ্রাম আমফান ঝড়ে ভেড়ীবাঁধ ভেঙ্গে ওই এলাকায় চিংড়ি ঘের,ফসল ও বাড়িঘর প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় এলাকাবাসি। এজন্য সরকারী অর্থায়নে বাঁধ নির্মানে ৮৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়।যার দায়িত্ব ভার গ্রহন করেন ঠিকাদার প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় এলসিএস সমিতির সভাপতি সুশান্ত মন্ডল ও উপদেষ্টা বনমালি মন্ডল।কিন্তু কাজে অনিয়ম, ধীরগতি ও স্থানীয় লোকজন দের কাজে সম্পৃক্ত না করায় প্রতিবাদ মুখর হয়ে পড়ে এলাকাবাসি।স্বেভেটর দিয়ে যেন তেন ভাবে কাজ করায় গত ২৮ ফেব্রæয়ারী রাতে জোঁয়ারের পানির চাপে ওই বাঁধ ভেঙ্গে আবারও প্লাবিত হয় এলাকাটি। এনিয়ে সমিতির সাবেক সভাপতি দিলিপ কুমার মন্ডল,সুজিত মন্ডল সহ এলাকার অনেকে প্রতিবাদ করতে গেলে ঘটনার দিন গত সোমবার সকালে সুশান্ত, কমলেশ, সুশীল, প্রশান্ত সহ ৩/৪জন হামলা চালায়। এতে সুজিত মন্ডল রক্তাক্ত জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।