ডা. আকতার-উজ-জামান-এর কণ্যার মৃত্যুতে বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার শোক

0
799

খবর বিজ্ঞপ্তি:

মঙ্গলবার, সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখার আজীবন সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং খুলনা বিভাগের স্বনামধন্য চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সেখ মো: আকতার-উজ-জামান এর একমাত্র কণ্যা সেখ ঐশি বিনতে জামান করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকালে (ইন্নালিলাহে……….রাজেউন)। বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

মরহুমার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিপিএমপিএ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতিবৃন্দরা ডা. আর. কে নাথ, ডা. মো: বোরহানউদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. মো: মামুনুর রশীদ, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যগণ ডা. মো. শরাফত হোসেন, ডা. মো. বজলুল হক, ডা. মো: সোলায়মান, ডা. সৈয়েদা জাহানারা বেগম, প্রফেসর ডা. মনোজ কুমার বোস, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. কানিজ ফাহমিদা, ডা. রিয়াজ শাহীদ দিপু, ডা. স্বপন কুমার হালদার, ডা. চন্দন কুমার সাহা, ডা. বিশ্বজিৎ সরকার ও ডা. মোস্তফা-আল-মামুন, বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মো: রুহুল আমিন এছাড়া কার্যকরী পরিষদের সিনিয়র সদসবৃন্দরা হলেন ডা. এম. আশরাফ আলী, ডা. জগ বন্ধু দাস, এ্যাড: সৈয়দ রফিকুল ইসলাম, অসীত বরণ বিশ^াস, বিপ্লব কুমার দাস, মো: হাবিবুর রহমান, শামীম আরা নীলা, বিধান বিশ^াস সহ সকল বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার সম্মানিত সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।