ট্রাম্পের মৃত্যু চেয়ে পোস্ট দিলে পদক্ষেপ নেবে টুইটার

0
172

টাইমস বিদেশ:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে কোনও পোস্ট দিলে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এমনকি ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিতও করা হতে পারে বলে হুঁশিয়ার করেছে তারা। ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন। টুইটারে তিনি করোনা পজিটিভের খবর দেওয়ার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টুইটার, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার সুস্থতার প্রার্থনা করেন, কেউ আবার মৃত্যু চান! টুইটার কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, মৃত্যু কামনা করে, কিংবা শারীরিক ক্ষতি কিংবা রোগ চেয়ে যে কারও বিরুদ্ধে কোনও টুইট করা হলে তা প্রত্যাহার করা হয়। একজন প্রতিনিধি গার্ডিয়ানকে বলেছেন, এটা কেবল ট্রাম্পের বেলায় নয়, সবার ক্ষেত্রেই করা হয়। টুইটারের পক্ষ থেকে একজন প্রতিনিধি ভাইস নিউজকে বলেছেন, তারা কিছু সংখ্যক ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত করছেন। তবে প্রতিটি টুইট ধরে ধরে খুঁজে দেখার সুযোগ নাই। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। শুক্রবার সকালে ট্রাম্পের চিফ অব স্টাফ জানান, প্রেসিডেন্ট কাজ চালিয়ে যাচ্ছেন আর তার এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মনোবল চাঙ্গা রয়েছে। পরে বিকেলে ট্রাম্পকে নেওয়া হয় ওয়াশিংটনের সামরিক হাসপাতালে।ি হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, আগামী কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে তাকে। হাসপাতাল থেকে টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, ‘মনে হচ্ছে পুরোপুরি ঠিক আছি। সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা।’